অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কারখানা শ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ওই নারী শ্রমিকের পিতা রূপগঞ্জ থানায় মামলা করেন।
গত ১৮ মার্চ রাতে তরিকুল ইসলাম নামে একজন ওই কারখানা শ্রমিককে কাজ থেকে ফেরার পথে দীঘিবরাব এলাকায় ধর্ষণ করে।
তরিকুল ইসলাম পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার হোগলাবুনিয়া এলাকার ইমাম আলী শেখের ছেলে।
তিনি বতর্মানে উপজেলার মুগরাকুল এলাকার এনামুল হকের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
নারীর পিতা জানান, তার মেয়ে যাত্রামুড়া এলাকায় ভুইয়া স্পিনিং মিল নামে কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছে। তরিকুল ইসলাম তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় বখাটে তরিকুল ইসলাম তার মেয়েকে ক্ষতি করার হুমকি দেয়। গত ১৮ মার্চ রাতে কাজ শেষে ফেরার পথে দীঘিবরাব এলাকায় পৌঁছালে তরিকুল তার মেয়েকে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























