আকাশ আইসিটি ডেস্ক:
একটুর জন্য তার মুখমণ্ডল ঝলসে যায়নি। চীনের গানসুপ্রদেশে এক ব্যক্তি একটি দোকানে বসে তার মোবাইলের ব্যাটারি প্রতিস্থাপন করতে চেষ্টা করছিলেন। তখনই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে।
কেবল বিস্ফোরিত হয়েই ক্ষান্ত হয়নি, মোবাইলটি থেকে আগুনের শিখা বেরিয়ে আসে, যা একটুর জন্য তার মুখমণ্ডলের নাগাল পায়নি। পাশের সিসিক্যামেরাই ঘটনাটি ধরা পড়েছে।-খবর মেইল অনলাইন।
মোবাইলটি বিস্ফোরণের সঙ্গে দোকানের ক্রেতা ও ওই ব্যক্তি দ্রুত দৌড়ে বের হয়ে যান। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষতি হয়নি।
ওই ব্যক্তি গত ২০ মার্চ জুয়ালাং কাউন্টির একটি দোকান থেকে সস্তায় মোবাইলটি কিনেছিলেন। পরে অনলাইন থেকে সস্তায় একটি ব্যাটারি কিনে সেটি মোবাইলে প্রতিস্থাপনের চেষ্টা করেন।
দোকান মালিক বলেন, ওই ব্যক্তি অনলাইনে নতুন একটি ব্যাটারি কেনেন। সেটি তার মোবাইল ফোনে বসাতে আমার দোকানে আসেন।
চীনে অহরহ অনলাইনে সস্তায় ব্যাটারি কেনা যায় বলে তিনি জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























