অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকা নিয়ে গঠিত ‘স্টেট সিনেট-১৩’। এ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী।
এখন শুধু কাউন্টি ডেমোক্রেটিক পার্টির অনুমোদনের অপেক্ষায় আছেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির নেতা মঈন চৌধুরী। সেখান থেকে অনুমোদন পেলেই তার প্রার্থিতা চূড়ান্ত হবে।
এক দশকেরও অধিক সময় ধরে এ এলাকার ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত মঈন চৌধুরীর এ ঘোষণা প্রবাসীদের মধ্যেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, এ আসনের তালিকাভুক্ত ভোটারের হিসাব অনুযায়ী এশিয়ানরা হলেন ৩৯ শতাংশ এবং হিসপ্যানিকরা ৫৫, আর ইউরোপের ৫ দশমিক ৭ শতাংশ।
ধারণা করা হচ্ছে, এশিয়ানরা ঐক্যবদ্ধ হলেই মেক্সিকানদের সমর্থন লাভে সক্ষম হবেন মঈন চৌধুরী।
উল্লেখ্য, এ আসনটি বহু বছর ধরেই হিসপ্যানিকদের দখলে। তবে তারা কেউই অভিবাসীদের অধিকার ও মর্যাদার বিষয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা না নেয়ায় ভেতরে ভেতরে ক্ষুব্ধ অনেকেই। তাই এ সুযোগ কাজে লাগাতে পারেন মঈন চৌধুরী।
আকাশ নিউজ ডেস্ক 





















