অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় এক বিদ্যুৎ প্রকৌশলী নিহত হয়েছেন। অনুপম বড়ুয়া (৪০) নামে ওই ব্যক্তি শাহজী বাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকাল ৮টার দিকে ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যুৎ কেন্দ্রে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























