আকাশ স্পোর্টস ডেস্ক:
অবসর ভেঙে মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছে ভক্তরা। মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাশরাফির অভাব অপূরণীয়। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তার ফেরা একান্ত দরকার। নিদাহাস ট্রফির ফাইনালে মাশরাফি থাকলে বোলিং বিভাগ আরও ভালো করতো।’
এ মানববন্ধনে সরকারি কলেজ, পলিটেকনিক কলেজ, এ কে এম কলেজ, সরকারি জুবিলী স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছরের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাট থেকে অবসর নেন মাশরাফি বিন মুর্তজা। তিনি টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও এই ফরম্যাটে খেলেন না। তিনি বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























