অাকাশ বিনোদন ডেস্ক:
এবার থেকে নাকি বলিউডের রোমান্টিক তারকা শাহরুখ খানকে পর্দায় দেখা যাবে বাবার ভূমিকায়। এ সম্পর্কে রোমান্টিক জগতের কিং শাহরুখ বলেন, ১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ ছবিতে আমি বাবার ভূমিকায় অভিনয় করেছি। আর যেহেতু আমি একজন অভিনেতা, তাই যদি কোন চরিত্র আমাকে ডিমান্ড করে তাহলে অভিনয়ের স্বার্থে আমি যেকোন চরিত্রে অভিনয় করতে রাজি।
এছাড়া `ভীর জারা` সিনেমায় ৬৫ বছর বয়সী চরিত্রে অভিনয় করেছি। সেই সিনেমায় আমি আমার সহ অভিনেত্রী রানীকে ‘মেয়ে’ বলেই ডেকেছি। এখন যদি আবারো প্রয়োজন হয়, তাহলে আমিও সেই একই চরিত্রে অভিনয় করতে রাজি হবো।
আর একদিন পরেই (৪ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে এই বলিউড তারকার নতুন ছবি `জাব হ্যারি মেট সেজাল`। এই ছবিতে ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। কিং শাহরুখ খান এখন তার নতুন ছবি প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















