অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাক্ষা চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে মাইজদী পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন বাতিলে হওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে ছিলেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত যুবদল নেতা কামাক্ষা চন্দ্র দাসের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























