অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ রোববার ১৮ মার্চ ২০১৮ সাল
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
১৮ মার্চ, ২০১৮, রোববার। ৪ঠা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আবুল মনসুর আহমদের মৃত্যু
সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক আবুল মনসুর আহমদের মৃত্যুদিন আজ। ১৯৭৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও পূর্ববাংলার স্বার্থরক্ষার ব্যাপারে আপোসহীন ব্যক্তিত্ব তিনি। ব্যঙ্গ সাহিত্য রচনা, রাজনৈতিক শঠতাকে সাহিত্যের ভাষায় প্রকাশে অদ্বিতীয় দক্ষতার পরিচয় দিয়েছেন আবুল মনসুর আহমদ। তার ব্যঙ্গ রচনায় সমাজের মুখোশধারীদের স্বরূপ উন্মোচিত হয়েছে নিখুতভাবে। সত্যমিথ্যা, জীবন ক্ষুধা, আবেহায়াত তার উল্লেখযোগ্য উপন্যাস। আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ইত্যাদি গল্পগ্রন্থ সে সময় দেশজোড়া আলোড়ন তুলেছে। ১৯৬০ সালে ছোট গল্পের জন্য বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন তিনি। আবুল মনসুর আহমদের জন্ম ১৮৯৭ সালে ময়মনসিংহের ধানিখোলা গ্রামে। ১৯১৭ সালে নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯১৯ সালে ঢাকা জগন্নাথ কলেজ থেকে আইএ, ১৯২১ সালে ঢাকা কলেজ থেকে বিএ পাস করেন। পরে কলকাতা রিপন ল’ কলেজ থেকে প্রথম শ্রেণীতে বিএল ডিগ্রি অর্জন করেন। কলকাতায় সাংবাদিকতা করেন মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর সাপ্তাহিক ছোলতান ও মওলানা আকরাম খার সাপ্তাহিক মোহাম্মদীতে। পরে ১৯২৯ থেকে ১৯৩৮ পর্যন্ত ময়মনসিংহ জজকোর্টে ওকালতি করেন। এরপর আবার ফিরে যান সাংবাদিকতায়। দৈনিক কৃষক নামের একটি পত্রিকা সম্পাদনা করেন। পরে শেরেবাংলা একে ফজলুল হকের নবযুগ সম্পাদনার দায়িত্ব নেন। হোসেন শহীদ সোহরাওয়াদীর দৈনিক ইত্তেহাদও সম্পাদনা করেন। পাশাপাশি খেলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ দল, নেতাজী সুবাস বসুর কংগ্রেস আন্দোলনের একনিষ্ঠ কমী ছিলেন। পরে মুসলিম লীগের প্রচার সম্পাদকের দায়িত্বেও ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন তিনি। ১৯৫৩ থেকে ৫৮ পর্যন্ত আলীগের সহসভাপতি ছিলেন। ৫৪’র যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী কর্মসূচির অন্যতম প্রণেতাও তিনি। ৫৪’র নির্বাচনের যুক্তফ্রন্ট থেকে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন। ৫৫ তে আলীগের মনোনয়নে পূর্ববঙ্গ পরিষদের সদস্যদের ভোটে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী, ৫৫ তে আতাউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত পূর্ববঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী এবং ৫৬ তে সোহরাওয়াদীর মন্ত্রিসভার শিল্প-বাণিজ্য মন্ত্রী হিসেবে তিনি দক্ষতার পরিচয় দেন । পরে রাজনৈতিক কারণে ১৯৫৮ থেকে ১৯৬২ পর্যন্ত কারাবরণ করেন। মুক্তির পর
রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে যান।
১৮৫৮ সালের এ দিনে ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক রুডলফ ক্রিষ্টিয়ান কার্ল ডিজেল জন্মগ্রহণ করেন। তিনি সাধারণভাবে রুডলড ডিজেল নামে পরিচিত। তার জন্ম হয়েছিলো প্যারিসে। তার পিতা ছিলেন প্যারিসে বসবাসকারী জার্মান অভিবাসী। ১৮৭০ সালে ফ্র্যাংকো প্রুশিয়ান যুদ্ধ শুরু হওয়ার পর তার পরিবার লন্ডনে চলে আসতে বাধ্য হয়। ডিজেলের মৃত্যুর পর তার আবিষ্কৃত ডিজেল ইঞ্জিনের নানা পরিবর্তন সাধিত হয়। এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন হয় ওঠে। বিখ্যাত এই আবিষ্কারক ১৯১৩ সালের ২৯শে সেপ্টেম্বর পরলোকগমন করেন। সাগরে ডুবে তার মৃত্যু হয়েছিলো বলে মনে করা হয়। তবে তার লাশ শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি।
১৯২২ সালের এ দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীকে উপনিবেশিক ইংরেজ শাসক বৃটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের জন্য ৬ বছরের কারাদন্ড প্রদান করেন। গান্ধী ১৮৬৯ খৃষ্টাব্দের ২ রা অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন। মোহন দাশ করম চাঁদ গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন শেষে ব্রিটেনে আইন বিষয়ে পড়াশুনা করেন। এরপর তিনি চাকুরী নিয়ে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে অভিবাসী ভারতীয়দের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি সেখানে বেশ কয়েকবার কারাবরণ করেন। ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহন দাশ করমচাঁদ গান্ধী। ব্রিটিশ উপনিবেশবাদী সরকার বিরোধী সংগ্রামে ভারতীয় বঞ্চিত মানুষের নেতৃত্ব দানের জন্যে তিনি মহাত্মা উপাধিতে ভূষিত হন। তার অসহযোগ আন্দোলন তৎকালীন হিন্দু মুসলমানদের মধ্যে মতভেদ দূর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এবং ব্রিটিশ উপনিবেশবাদীদের স্বার্থে আঘাত হানে। অবশেষে ১৯৪৭ সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করে। ভারত স্বাধীন হওয়ার মাত্র ছয়মাস পরে গান্ধী এক হিন্দুবাদীর গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ হারান।
১৯৬২ সালের এ দিনে ফ্রান্স এবং আলেজিয়ার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল এফএলএনের সাথে ফ্রান্স একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে সাত বছরের আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে এবং সেখানে ফ্রান্সের ১৩০ বছরের ঔপনিবেশিক শাসন অবসানের পথ তৈরি হয়। ১৯৫৪ সালের অক্টোবর মাসে স্বাধীনতাকমী আলজেরিয়া বাসী এফএলএনএ প্রতিষ্ঠা করেছিলেন। তবে ১৮ই মার্চ চুক্তি স্বাক্ষর করা পরও ফ্রান্সের সেনাবাহিনী সেখানে হত্যাকান্ড বজায় রেখেছিলো। আলেজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে দশ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলো।
১৯৬৯ সালের এ দিনে মার্কিন বি-ফিফটি টু বোমারু বিমানগুলো দক্ষিণ ভিয়েতনামে হামলা না করে প্রথম বারের মতো নিরপেক্ষ দেশ কম্বোডিয়ার উপর হামলা করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এর মাত্র তিন আগেই এ হামলার অনুমতি প্রদান করেছিলেন। এরপরের ১৪ মাসে কম্বোডিয়ায় মার্কিন বোমারু বিমানগুলো তিন হাজার ছয় বারের বেশি হামলা করে এক লক্ষ দশহার টন বোমা বর্ষণ করে। তবে যুক্তরাষ্ট্র কম্বোডিয়ায় এই ন্যক্কারজনক হামলার কথা নিজ দেশের জনগণের কাছে গোপন করে যায়। পরবর্তীতে অর্থাৎ একই বছর মে মাসে নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে এ হামলার কথা প্রকাশ করা হয়।
১৯১৫ সালের এ দিনে বৃটিশ এবং ফরাসি বাহিনী ড্রেনডালেসে অবস্থিত তুর্কি বাহিনীর উপর একযোগে হামলা শুরু করে। তবে শেষ পর্যন্ত ব্যাপক ক্ষয়-ক্ষতির মধ্য দিয়ে এই দুই বাহিনীকে সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছিলো। তুর্কি বাহিনী আগে থেকেই আচঁ করতে পেরেছিলো ইঙ্গ-ফরাসি বাহিনীর অভিসন্ধি। তারা হামলা প্রতিহত করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছিলো। হামলায় অংশ গ্রহণকারী ইঙ্গ-ফরাসি বাহিনীল দশটি যুদ্ধ জাহাজের মধ্যে তিনটি তুর্কিরা ডুবিয়ে দেয় এবং দুইটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
১৯৬৫ সালের এ দিনে মানুষ প্রথম মহাকাশে পদচারণা করেছিলো। এ দিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী আলেক্সি লিওনোভ মহাকাশ যান ভসখাদ-টু থেকে বের হয়ে আসেন। সে সময় এই মহাকাশ যান পৃথিবীর প্রদক্ষিণ করছিলো এবং মহাকাশ যানে আরো দুই জন নভোচারী ছিলেন। মহাকাশে তিনি প্রায় দশমিনিট পদচারণা করেন। এ সময় তিনি চলচ্চিত্রও ধারণ করেন।
- স্যার টমাস ওয়াটের বিদ্রোহের সঙ্গে জড়িত সন্দেহে ব্রিটেনের প্রিন্সেস এলিজাবেথকে লন্ডনের টাওয়ারে পাঠিয়ে দেয়া হয় (১৫৫৪)
- রাশিয়ার জার ইভান দা টেরিবলের মৃত্যু (১৫৮৪)
- কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয় স্থাপিত (১৭৮৬)
- গ্রিসের রাজা প্রথম জর্জ আততায়ীর হাতে নিহত (১৯১৩)
- লোকসভায় ভারত রক্ষা আইন পাস (১৯১৫)
- ভারতে আইন অমান্য আন্দোলনের জন্য মাহাত্মা গান্ধীর ৬ বছর কারাদন্ড (১৯২২)
- সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজের বার্মা সীমান্ত পেরিয়ে ভারতের মনিপুরে প্রবেশ (১৯৪৪)
- আওয়ামী লীগ থেকে মওলানা ভাসানীর পদত্যাগ (১৯৫৭)
- পূর্ব জার্মানির ভোটাররা যত দ্রুত সম্ভব পশ্চিম জার্মানির সঙ্গে একত্রিত হবার পক্ষে ভোট প্রয়োগ (১৯৯০)
- আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বিস্ফোরণে ইসরাইলি দূতাবাস ধ্বংস। নিহত ২৯, আহত ২৫২ (১৯৯২)
আকাশ নিউজ ডেস্ক 



















