অাকাশ জাতীয় ডেস্ক:
সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে জনদরদি খেতাব ও মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেয়েছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তিনি এ পদক লাভ করেন।
শুক্রবার রাজশাহী নগর ভবনের এনেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে স্বর্ণপদক হস্তান্তর করা হয়। বাংলাদেশ-ভারত লেখক মিলনোৎসবে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ড. সুজাতা বাগচি ব্যনার্জি, কবি তপন ভট্টাচার্য, সাহিত্যিক অপূর্ব চন্দ্র, পুরাতত্ত্ববিদ ও গবেষক শম্বুনাথ ভট্টাচার্য ও অনিন্দিতা মোদক, অধ্যাপক জিএম হারুন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু ও প্রবীণ শিক্ষক হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামাত খানকে উত্তরীয়, ক্রেস্ট, স্বর্ণ মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
জনদরদি খেতাব ও মহাত্মা গান্ধী পুরস্কার পাওয়ায় জামাত খান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ পুরস্কার সামাজিক ও মানুষের মৌলিক অধিকার রক্ষার কাজের প্রতি আরো অনুপ্রেরণা জোগাবে। পুরস্কার লাভ করে আমি আনন্দিত।
রাজশাহীর মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জামাত খান। জনপ্রিয় এই ব্যক্তিটি এরই মধ্যে ‘দ্যা ভয়েস অব রাজশাহী’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















