ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে ভূমি অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহায়ক গিয়াস উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি করেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতরে ঢুকে ভারপ্রাপ্ত কানুনগো মোস্তাফিজুর রহমানের সঙ্গে সেবা নিয়ে কথা বলার একপর্যায়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ তার অপর সহযোগীরা খারাপ আচরণ করেন।

একপর্যায়ে অফিসের অন্যরা বাধা দিতে এলে তাদেরও মারধর করতে উদ্যত হন নেতাকর্মীরা। অফিসের এ রকম পরিস্থিতিতে নিরাপত্তার জন্য অফিসের গেট বন্ধ করতে গেলে অফিস সহায়ক গিয়াসউদ্দিনকে নেতাকর্মীরা সবাই মিলে বেধড়ক মারধর করেন। অফিসের অন্যরা মারধর ও খারাপ আচরণের প্রতিবাদ করতে গেলে তাদেরও মারধর করতে উদ্যত হন ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।

পরে সদর মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আশিকুর রহমান রিপন, শহরের আবুল হাসনাত কাওসার, নতুন হাছন নগরের মো. সাবেরীন, ধোপাখালীর সুমনসহ অজ্ঞাতনামা আরও ২০-২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সদর থানার ওসিকে বিকালে চিঠি দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব।

এদিকে মারধরের অভিযোগ সঠিক নয় দাবি করে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপন বলেন, ছোট ভাইদের সঙ্গে অফিসের কর্মচারীদের সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছিল, এর বেশি কিছু নয়। আমি বিষয়টি নিষ্পত্তির জন্য গিয়েছিলাম।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার দৈনিক আকাশকে জানান, ‘অফিস সহায়ক গিয়াসউদ্দিন বাদী হয়ে অভিযোগ দেয়ায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২২ জনকে আসামি করে রাতেই থানায় একটি নিয়মিত মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহস্যময়ী ফেসবুক পোস্টে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী?

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে ভূমি অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহায়ক গিয়াস উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি করেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতরে ঢুকে ভারপ্রাপ্ত কানুনগো মোস্তাফিজুর রহমানের সঙ্গে সেবা নিয়ে কথা বলার একপর্যায়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ তার অপর সহযোগীরা খারাপ আচরণ করেন।

একপর্যায়ে অফিসের অন্যরা বাধা দিতে এলে তাদেরও মারধর করতে উদ্যত হন নেতাকর্মীরা। অফিসের এ রকম পরিস্থিতিতে নিরাপত্তার জন্য অফিসের গেট বন্ধ করতে গেলে অফিস সহায়ক গিয়াসউদ্দিনকে নেতাকর্মীরা সবাই মিলে বেধড়ক মারধর করেন। অফিসের অন্যরা মারধর ও খারাপ আচরণের প্রতিবাদ করতে গেলে তাদেরও মারধর করতে উদ্যত হন ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।

পরে সদর মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আশিকুর রহমান রিপন, শহরের আবুল হাসনাত কাওসার, নতুন হাছন নগরের মো. সাবেরীন, ধোপাখালীর সুমনসহ অজ্ঞাতনামা আরও ২০-২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সদর থানার ওসিকে বিকালে চিঠি দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব।

এদিকে মারধরের অভিযোগ সঠিক নয় দাবি করে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপন বলেন, ছোট ভাইদের সঙ্গে অফিসের কর্মচারীদের সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছিল, এর বেশি কিছু নয়। আমি বিষয়টি নিষ্পত্তির জন্য গিয়েছিলাম।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার দৈনিক আকাশকে জানান, ‘অফিস সহায়ক গিয়াসউদ্দিন বাদী হয়ে অভিযোগ দেয়ায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২২ জনকে আসামি করে রাতেই থানায় একটি নিয়মিত মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।