অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সূরাও বায়তুল মোকাররমের খতিব হাফিজ মাওলানা ইকরামুল হক।
দোয়া মাহফিলে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমদ ফারুক, সহসভাপতি মোস্তাক রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কাজী আশরাফুল ইসলাম, আলাউদ্দিন সিদ্দিকী , ফারজানা আক্তার, রেজাউল হক লায়নসহ প্রেসক্লাবের নেতারা ছাড়াও কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা কামরুজ্জামান কামাল, আবদুল করিম, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন, শাখাওয়াত হক জোসেফ, মো. আবু সাইদ সরকার, মো. সোহাগ সরকারসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্ঘটনায় পতিত হয়। বিমানবন্দরের এটিসি টাওয়ারের দেয়া ভুল অবতরণ বার্তার জেরে আকাশে অপেক্ষা করতে থাকে বিমানটি। পরে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
আকাশ নিউজ ডেস্ক 

























