অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার সাঁথিয়া উপজেলায় চরিত্রের মিথ্যা অপবাদ দেয়ায় অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণির এক ছাত্রী। মুমূর্ষু অবস্থায় সে এখন সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের নিরাপত্তা চেয়ে ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা ইউনিয়নের ওই ছাত্রীর (১৫) চরিত্র সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা খাতুনের ছেলে ইমন। বিষয়টি তার বাবাকে জানায় ওই ছাত্রী। মেম্বারের কাছে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে অভিমান করে ওই ছাত্রী মঙ্গলবার কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে সাঁথিয়া হাসপাতলে ভর্তি করে। সে এখনো মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, ইমন সম্পর্কে ওই ছাত্রীর আপন চাচাতো ভাই। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, নাসিমা মেম্বার ও তার লোকজন দিয়ে মেয়েসহ তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি পত্রিকায় প্রকাশ না করতে অনুরোধ জানান। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, লিখিত পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























