অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ছয় ভুয়া পরীক্ষার্থী আটক। আটককৃত ছয়জনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের বদরগঞ্জের ফয়সাল (২৪), বরগুনা জেলা সদরের ফারদিন হাসান (২৫), নেত্রকোনার মোহনগঞ্জের আনোয়ার হোসেন (২৬), কিশোরগঞ্জের হোসেনপুরের আব্দুল কাদির (২৬), কিশোরগঞ্জের নিকলীর শরীফুল ইসলাম (২৫) ও কিশোরগঞ্জের মিঠামইনের শফিকুল ইসলাম (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ দৈনিক আকাশকে জানান, সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নকর্মী, পরিচ্ছন্নকর্মী (ফরাস) ও মালি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় মোট ৬৬টি পদে ছয় হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রক্সি দিতে গিয়ে ছয়জন ভুয়া পরীক্ষার্থী আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া মোবাইলফোন বহনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























