আকাশ বিনোদন ডেস্ক:
কিছুদিন আগেই হুট করেই অসুস্থ হয়ে পড়েন এক্সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। হার্টে ব্লক ধরা পড়ে তার। কিন্তু এরপরেই বেশ কিছু নিউজ পোর্টাল ওমর সানীর মৃত্যুর গুজব ছড়ায়।
ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন বলেন, ‘আপনারা সবাই হয়তো জানেন, আমার বাবা। আপনাদের সবার প্রিয় চিত্রনায়ক ওমর সানী। অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে চারটা ব্লক পাওয়া যায়। সেখানে রিং পরানো হয়েছে।
ডাক্তারের জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন। আল্লাহর রহমতে আব্বু ভালো আছেন। আমরা আব্বুকে নিয়ে সিঙ্গাপুর যাবো। ফুল হেলথ চেকআপের জন্য। ’
আমরা আব্বুকে নিয়ে সিঙ্গাপুর যাবো। ফুল হেলথ চেকআপের জন্য। ’
ফারদিন আরো বলেন ,’‘কিছু মানুষ মিথ্যা সংবাদ প্রচার করছে। এতে আমার ভীষণ খারাপ লাগে। মানুষের আয়ু নিয়ে এমন মিথ্যা সংবাদ দেখে খারাপ লাগে। কিছু নিউজে লিখা হয়েছে যে ওমর সানী নাকি মারা গেছেন? এই খবর জানার পর আমাদের আত্মীয়দের অনেকেই উৎকণ্ঠিত হয়ে আমাদের ফোন করছেন। আমাদের এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছেন। এজন্যই ফেসবুক লাইভে আসা। সবাইকে জানাতে চাই আমার বাবা, আপনাদের প্রিয় অভিনেতা ভালো আছেন। ’
আকাশ নিউজ ডেস্ক 

























