আকাশ স্পোর্টস ডেস্ক:
এবার মোহাম্মদ শামিকে নিয়ে আরেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন স্ত্রী হাসিন জাহান। জানালেন, বলিউডের এক ললনাকে বিয়ে করতে চেয়েছিলেন তার স্বামী এ ভারতীয় ক্রিকেটার।
এতদিন একের পর এক অভিযোগ করে এলেও কোনো কিছু লিখিত জানাননি হাসিন। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকালে লালবাজারের গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তাতেই এ তথ্য জানা গেছে।
লিখিত অভিযোগে হাসিন উল্লেখ করেন, তার ওপর অমানসিক নির্যাতন করতেন শামি। ডিভোর্স না দিলে তাকে হত্যার হুমকি দেন এ ক্রিকেটার ও তার পরিবারের সদস্যরা। কারণ বলিউডের এক ধনাঢ্য অভিনেত্রীর সঙ্গে ছেলের আরেকবার বিয়ে দিতে চেয়েছিলেন শ্বশুর-শাশুড়ি।
কলকাতার এ মডেলকন্যার দাবি, সংসার টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। তবে ওই নায়িকাকে বিয়ে করার পর তাকে রক্ষিতা হিসেবে থাকতে হবে- এমন কথা শোনার পরই বেঁকে বসেন। সব গোপন তথ্য জনসমক্ষে ফাঁস করেন।
শামির বড় ভাইয়ের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করারও অভিযোগ করেন শামি।
তবে হাসিনের তোলা সব অভিযোগ অস্বীকার করেন শামি। তার ক্যারিয়ার বিনষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে- এ মর্মে স্ত্রীর অভিযোগের সঠিক তদন্ত চেয়েছেন তিনি।
আইপিএলে পরিচয় থেকে প্রণয়, তারপর ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন শামি। হাসিন পেশায় একজন মডেল। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























