অাকাশ জাতীয় ডেস্ক:
গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাজু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার সালতা থানার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি নির্মাণাধীন কাজের রং মিস্ত্রি হিসেবে কাজ করত।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার শরীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়ে দেয়।
নিহতের আরেক সহকারী ও আত্মীয় পারভেজ জানান, ঢামেকে আনার পর বেল পৌনে ৩টায় চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। রাজু গুলশান-২ এর ১২ তলা ভবনের ৭ তলায় রঙের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. বাচ্চু জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরের সালতা থানা রায়ের চর। সে ঢাকার শাহজাদপুর খিলবাড়ি টেক এলাকায় থাকত। বাবার নাম মো. শামছুল আলী।
আকাশ নিউজ ডেস্ক 

























