আকাশ বিনোদন ডেস্ক:
আপনি নিশ্চয়ই আবার সেই চুলবুল পাণ্ডেকে দেখতে চাইছেন। এবং সেটা নিশ্চয়ই ‘দাবাং’-এর নতুন কোনো সিক্যুয়েলে। আপনার সেই আশা হয়তো পূরণ হতে চলেছে। প্রস্তুতি চলছে সালমান খানের পুলিশ অ্যাকশন মুভি ‘দাবাং’-এর নতুন সিক্যুয়েলের কাজ।
এই তো, আর মাত্র ক’টা দিন। এ বছরের মাঝামাঝিতেই শুটিং শুরু হবে ‘দাবাং ৩’-এর। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাউজির তৃতীয় ছবিতেও সালমানের সাথে থাকবেন যথারীতি সোনাক্ষী সিনহা।
এ-প্রসঙ্গে সালমান খানের ভাই ও ছবিটির প্রযোজক আরবাজ খান বার্তা আইএএনএসকে বলেন, আমার মনোযোগ এখন এই ছবিটার প্রতি। এ বছরের মাঝামাঝি ছবির কাজ শুরু করার ইচ্ছে আছে।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ট্যুইটে জানান, ‘রেস ৩’-এর কাজ শেষ করে সালমান ‘দাবাং ৩’-এর কাজ ধরবেন। ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা।
আকাশ নিউজ ডেস্ক 






















