আকাশ বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা ইরফান খান ‘বিরল রোগে’ ভুগছেন। চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল ইরফানের। কিন্তু বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, যে কারণে অভিনয় থেকে বিরত ছিলেন। ছবিটির পরিচালক তার শারীরিক সমস্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ইরফান খান অসুস্থ। তার ভক্তকূলের কাছে অনুরোধ, কেউ যেন এটা নিয়ে বিভ্রান্ত না ছড়ান।
সোমবার ব্যক্তিগত টুইটারে ইরফান খান বলেন, গত ১৫টি দিন ধরে আমি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। সময়টা আমার জন্য বিভীষিকাময় হয়ে উঠেছে। অামি বুঝে উঠতে পারছি না, কী রোগ হয়েছে আমার।
টুইটে তিনি আরও বলেন, আমি আমার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। পরিবার ও বন্ধুবান্ধব আমার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ইরফান বলেন, আমার অসুস্থতা নিয়ে অযথা জল্পনা ছড়াবেন না। পরীক্ষার ফলাফল এলে আমি নিজেই আগামী কয়েক দিনের মধ্যে গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ততদিন আমার জন্য প্রার্থনা করুন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আকাশ নিউজ ডেস্ক 





















