অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। পারিবারিক বিবাদের কারণে ১০ বছরের মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
রবিবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের উলি মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন, মা তোফাজ্জলের সুমি আক্তার এবং তার দশ বছরের মেয়ে নাসরিন আক্তার। রাত সোয়া আটটার দিকে নিজ বাড়ির উঠান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, রাতে বাড়ির উঠানে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মায়ের ঝুলন্ত মরদেহ ও মাটিতে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে।
তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি মোকলেছুর রহমান। তবে স্থানীয় অনেকে জানিয়েছেন, পারিবারিক বিরোধ সহ্য করতে না পেরে মেয়ের হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























