ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ইতিহাসের এই দিনে, ৪ মার্চ

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ রোববার ৪ মার্চ ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৪ মার্চ, ২০১৮, রোববার। ১৮ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮৪৮ সালের এ দিনে অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়। তৎকালীন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখের স্বৈরশাসনের কারণে হাঙ্গেরীসহ অস্ট্রিয়ার বেশীরভাগ অ-জার্মান অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাঙ্গেরীর জনগণ অস্ট্রিয়ানদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠায় এ বিদ্রোহ দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশটির সব অঞ্চলে। ১৮৪৯ সালের চৌঠা এপ্রিল বিপ্লবীরা এতটা শক্তিশালী হয়ে ওঠে যে তারা কেন্দ্রীয় সরকারের হুমকি উপেক্ষা করে হাঙ্গেরীর স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু অস্ট্রিয়া সরকার রাশিয়ার জার সরকারের সহায়তায় হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলনকে দমন করে এবং এই আন্দোলনের নেতাদের ফাঁসী দেয়।

১৯৬৭ সালের এ দিনে ইরানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ ডক্টর মোহাম্মাদ মোসাদ্দেক ইন্তেকাল করেন। ১৮৮৩ সালে তার জন্ম হয়েছিল তেহরানে। তিনি ১৯২০ সালে ইরানের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী হন এবং পরে জাতীয় সংসদের সদস্য হিসেবে তেহরান থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর ডক্টর মোঃ মোসাদ্দেক কিছুকালের জন্য রাজনীতি থেকে দূরে থাকেন। তিনি ১৯৪৩ সালে আবারও রাজনীতিতে ফিরে আসেন এবং ইরানের ১৪ ও ১৬ তম সংসদে তেল শিল্পকে জাতীয়করণের জন্য প্রচেষ্টা চালান। ৭ বছর পর আয়াতুল্লাহ কাশানীর নেতৃত্বাধীন ইসলামী গ্রুপ ও সংসদের জাতীয়তাবাদীদের সহায়তায় সিনেটসহ সংসদে তেল শিল্পের জাতীয়করণের বিলটি আইনে পরিণত হয়। এই আইন কার্যকরী করা ও ইরানে বৃটিশ অয়েল কোম্পানীর কর্তৃত্ব গুটিয়ে দেয়ার লক্ষ্যে ডক্টর মোঃ মোসাদ্দেক ১৯৫১ সালে ইরানের প্রধানমন্ত্রী হন। কিন্তু ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এক অভ্যুত্থানে ডক্টর মোসাদ্দেক ও তার সহযোগীদের গ্রেফতার এবং বন্দী করা হয়। এক বিচারে তাকে ৩ বছরের কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে তেহরানের পশ্চিমে আহমদাবাদ গ্রামে নির্বাসন দেয়া হয় এবং কয়েক বছর পর এই দিনে ইরানের দেশপ্রেমিক এই নেতা ইন্তেকাল করেন।

১৯৯০ সালের এ দিনে ইরানের বিখ্যাত গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আলী শাফায়ী ইন্তেকাল করেন। তিনি ২৫ বছর ধরে মাশহাদের ফেরদৌসী বিশ্ববিদ্যালয়ের ইসলামী দর্শন বিভাগের অধ্যাপক এবং তিন বছর ধরে এই বিভাগের প্রধান ছিলেন। দর্শন-বিজ্ঞান তার লেখা একটি বিখ্যাত বই। মৃত্যুর সময় ডক্টর আলী শাফায়ীর বয়স হয়েছিল ৫৯ বছর।

৬৫৪ খৃষ্টাব্দের এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র বিখ্যাত সাহাবী হযরত আবু জার গিফারী (রঃ) ইন্তেকাল করেন। একবার কোনো এক ব্যক্তি তার কাছে জ্ঞানের নতুন কোনো তথ্য জানতে চাইলে তিনি জানান, জ্ঞান অনেক বিস্তৃত, সম্ভব হলে প্রিয়জনের ক্ষতি করো না। ঐ ব্যক্তি বলেন, কেউ কি কখনও প্রিয়জন বা আপনজনের কোনো ক্ষতি করে? উত্তরে হযরত আবু জার গিফারী (রঃ) বলেন, মানুষের নিজ সত্তা তার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু যখন মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে তখন সে নিজেরই ক্ষতি করে।
১৯৭২ সালের এ দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম এক টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।

আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যু

মুসলমান সমাজের নবজাগরণের অন্যতম পুরোধা সাংবাদিক-সাহিত্যক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যুদিন আজ। ১৯৭৮ সালের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাঙালি মুসলমান সমাজে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। পাশঅপাশি তিনি ছিলেন একজন রাজনীতিক। বিদেশী সাহিত্যের বঙ্গানুবাদের একটি নবধারা সৃষ্টি করেছেন আবুল কালাম শঅমসুদ্দীন। অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৭০ সালে। ১৯৭৬ সালে পেয়েছেন সাংবদিকতা ও সাহ্যি পুরস্কার । তার গ্রন্থাবলী কচিপাত, অনাবাদী জমি, ত্রি¯্রােতা, খরতরঙ্গ ইলয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতিসহ বিভিন্ন সাহিত্যকর্ম সে সময় পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। দৈনিক আজাদ সম্পাদনা তার জীবনের এক অক্ষয় কীর্তি। আবুল কালাম শামসুদ্দীনের জন্ম ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালের এক সম্ভ্রান্ত জোতদার পরিবারে। ১৯১৭ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স ও ঢাকা কলেজ থেকে ১৯১৯ সালে এফএ পাসের পর ভর্তি হন কলকাতা রিপন কলেজে। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কংগ্রেসের আহবানে ডিগ্রি পরীক্ষা দেননি। জড়িয়ে পড়েন সাংবাদিকতা ও সাহিত্য চর্চায়। কলকাতার দৈনিক মোহাম্মদী, সাপ্তাহিক মুসলিম জগত, ইংরেজি সাপ্তাহিক দি মুসলমান, দৈনিক সুলতানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালে মাওলানা আকরাম খাঁ প্রতিষ্ঠিত দৈনিক আজাদে যোগ দেন। ১৯৪০-এ হন আজাদের সম্পাদক । দীর্ঘ ২২ বছর (১৯৪০-১৯৬২) দৈনিক আজাদ সম্পাদনা করেছেন তিনি। এর পর বছর খানেক ছিলেন দৈনিক জেহাদে। ৬৪ তে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তান (পরে যার নাম হয় দৈনিক বাংলা) এর সম্পাদক নিযুক্ত হন। ১৯৭২’র জানুয়ারি পর্যন্ত ছিলেন দৈনিক বাংলায় । পাকিস্তান সৃষ্টির আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিলো তার। বাঙালি মুসলমানদের ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত করতে তিনি ১৯৪০ সালে কলকাতায় গঠন করেছিলেন পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি। আবুল কালাম শামসুদ্দীন ১৯৪৬এ মুসলিম লীগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ৫২’র ভাষা আন্দোলনেও ছিলো তার উল্লেখযোগ্য ভূমিকা। ৫২’র ২১ ফেব্রুয়ারিতে ছাত্রজনতার ওপর পাকিস্তানিদের বর্বরতার প্রতিবাদে পূর্ববঙ্গ পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে শহীদ মিনার উদ্বোধন করেন। ৬৭ তে পাকিস্তান সরকার রেডিও-টিভিতে রবীন্দ্র সঙ্গীত প্রচার নিষিদ্ধ করলে তিনি তাতে সমর্থন দেন। আবার ৬৯-এ পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদে তার সিতারা-এ-খেদমত ও সিতারা-এ-ইমতিয়াজ খেতাব বর্জন করেন। ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের অখ-তার পক্ষে বিবৃতি দেন।

  • দ্বিতীয় শিখ গুরু অঙ্গদের মৃত্যু (১৫৫২)
  • মার্কিন সংবিধান কার্যকর (১৭৮৯)
  • লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত (১৮৩৬)
  • নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু (১৯৫১)
  • ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ (১৯৭০)
  • বাংলাদেশে প্রথম নোট (১ ও ১০০ টাকা) চালু (১৯৭২)
  • রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ (১৯৭৭)
  • দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত (১৯৯০)
  • ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু (১৯৯১)
  • পাকিস্তানে আকস্মিক বন্যায় ৩শ’ নিহত। দেড় হাজার নিখোঁজ (১৯৯৮)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ইতিহাসের এই দিনে, ৪ মার্চ

আপডেট সময় ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ রোববার ৪ মার্চ ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৪ মার্চ, ২০১৮, রোববার। ১৮ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮৪৮ সালের এ দিনে অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়। তৎকালীন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখের স্বৈরশাসনের কারণে হাঙ্গেরীসহ অস্ট্রিয়ার বেশীরভাগ অ-জার্মান অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাঙ্গেরীর জনগণ অস্ট্রিয়ানদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠায় এ বিদ্রোহ দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশটির সব অঞ্চলে। ১৮৪৯ সালের চৌঠা এপ্রিল বিপ্লবীরা এতটা শক্তিশালী হয়ে ওঠে যে তারা কেন্দ্রীয় সরকারের হুমকি উপেক্ষা করে হাঙ্গেরীর স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু অস্ট্রিয়া সরকার রাশিয়ার জার সরকারের সহায়তায় হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলনকে দমন করে এবং এই আন্দোলনের নেতাদের ফাঁসী দেয়।

১৯৬৭ সালের এ দিনে ইরানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ ডক্টর মোহাম্মাদ মোসাদ্দেক ইন্তেকাল করেন। ১৮৮৩ সালে তার জন্ম হয়েছিল তেহরানে। তিনি ১৯২০ সালে ইরানের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী হন এবং পরে জাতীয় সংসদের সদস্য হিসেবে তেহরান থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর ডক্টর মোঃ মোসাদ্দেক কিছুকালের জন্য রাজনীতি থেকে দূরে থাকেন। তিনি ১৯৪৩ সালে আবারও রাজনীতিতে ফিরে আসেন এবং ইরানের ১৪ ও ১৬ তম সংসদে তেল শিল্পকে জাতীয়করণের জন্য প্রচেষ্টা চালান। ৭ বছর পর আয়াতুল্লাহ কাশানীর নেতৃত্বাধীন ইসলামী গ্রুপ ও সংসদের জাতীয়তাবাদীদের সহায়তায় সিনেটসহ সংসদে তেল শিল্পের জাতীয়করণের বিলটি আইনে পরিণত হয়। এই আইন কার্যকরী করা ও ইরানে বৃটিশ অয়েল কোম্পানীর কর্তৃত্ব গুটিয়ে দেয়ার লক্ষ্যে ডক্টর মোঃ মোসাদ্দেক ১৯৫১ সালে ইরানের প্রধানমন্ত্রী হন। কিন্তু ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এক অভ্যুত্থানে ডক্টর মোসাদ্দেক ও তার সহযোগীদের গ্রেফতার এবং বন্দী করা হয়। এক বিচারে তাকে ৩ বছরের কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে তেহরানের পশ্চিমে আহমদাবাদ গ্রামে নির্বাসন দেয়া হয় এবং কয়েক বছর পর এই দিনে ইরানের দেশপ্রেমিক এই নেতা ইন্তেকাল করেন।

১৯৯০ সালের এ দিনে ইরানের বিখ্যাত গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আলী শাফায়ী ইন্তেকাল করেন। তিনি ২৫ বছর ধরে মাশহাদের ফেরদৌসী বিশ্ববিদ্যালয়ের ইসলামী দর্শন বিভাগের অধ্যাপক এবং তিন বছর ধরে এই বিভাগের প্রধান ছিলেন। দর্শন-বিজ্ঞান তার লেখা একটি বিখ্যাত বই। মৃত্যুর সময় ডক্টর আলী শাফায়ীর বয়স হয়েছিল ৫৯ বছর।

৬৫৪ খৃষ্টাব্দের এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র বিখ্যাত সাহাবী হযরত আবু জার গিফারী (রঃ) ইন্তেকাল করেন। একবার কোনো এক ব্যক্তি তার কাছে জ্ঞানের নতুন কোনো তথ্য জানতে চাইলে তিনি জানান, জ্ঞান অনেক বিস্তৃত, সম্ভব হলে প্রিয়জনের ক্ষতি করো না। ঐ ব্যক্তি বলেন, কেউ কি কখনও প্রিয়জন বা আপনজনের কোনো ক্ষতি করে? উত্তরে হযরত আবু জার গিফারী (রঃ) বলেন, মানুষের নিজ সত্তা তার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু যখন মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে তখন সে নিজেরই ক্ষতি করে।
১৯৭২ সালের এ দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম এক টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।

আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যু

মুসলমান সমাজের নবজাগরণের অন্যতম পুরোধা সাংবাদিক-সাহিত্যক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যুদিন আজ। ১৯৭৮ সালের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাঙালি মুসলমান সমাজে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। পাশঅপাশি তিনি ছিলেন একজন রাজনীতিক। বিদেশী সাহিত্যের বঙ্গানুবাদের একটি নবধারা সৃষ্টি করেছেন আবুল কালাম শঅমসুদ্দীন। অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৭০ সালে। ১৯৭৬ সালে পেয়েছেন সাংবদিকতা ও সাহ্যি পুরস্কার । তার গ্রন্থাবলী কচিপাত, অনাবাদী জমি, ত্রি¯্রােতা, খরতরঙ্গ ইলয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতিসহ বিভিন্ন সাহিত্যকর্ম সে সময় পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। দৈনিক আজাদ সম্পাদনা তার জীবনের এক অক্ষয় কীর্তি। আবুল কালাম শামসুদ্দীনের জন্ম ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালের এক সম্ভ্রান্ত জোতদার পরিবারে। ১৯১৭ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স ও ঢাকা কলেজ থেকে ১৯১৯ সালে এফএ পাসের পর ভর্তি হন কলকাতা রিপন কলেজে। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কংগ্রেসের আহবানে ডিগ্রি পরীক্ষা দেননি। জড়িয়ে পড়েন সাংবাদিকতা ও সাহিত্য চর্চায়। কলকাতার দৈনিক মোহাম্মদী, সাপ্তাহিক মুসলিম জগত, ইংরেজি সাপ্তাহিক দি মুসলমান, দৈনিক সুলতানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালে মাওলানা আকরাম খাঁ প্রতিষ্ঠিত দৈনিক আজাদে যোগ দেন। ১৯৪০-এ হন আজাদের সম্পাদক । দীর্ঘ ২২ বছর (১৯৪০-১৯৬২) দৈনিক আজাদ সম্পাদনা করেছেন তিনি। এর পর বছর খানেক ছিলেন দৈনিক জেহাদে। ৬৪ তে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তান (পরে যার নাম হয় দৈনিক বাংলা) এর সম্পাদক নিযুক্ত হন। ১৯৭২’র জানুয়ারি পর্যন্ত ছিলেন দৈনিক বাংলায় । পাকিস্তান সৃষ্টির আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিলো তার। বাঙালি মুসলমানদের ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত করতে তিনি ১৯৪০ সালে কলকাতায় গঠন করেছিলেন পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি। আবুল কালাম শামসুদ্দীন ১৯৪৬এ মুসলিম লীগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ৫২’র ভাষা আন্দোলনেও ছিলো তার উল্লেখযোগ্য ভূমিকা। ৫২’র ২১ ফেব্রুয়ারিতে ছাত্রজনতার ওপর পাকিস্তানিদের বর্বরতার প্রতিবাদে পূর্ববঙ্গ পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে শহীদ মিনার উদ্বোধন করেন। ৬৭ তে পাকিস্তান সরকার রেডিও-টিভিতে রবীন্দ্র সঙ্গীত প্রচার নিষিদ্ধ করলে তিনি তাতে সমর্থন দেন। আবার ৬৯-এ পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদে তার সিতারা-এ-খেদমত ও সিতারা-এ-ইমতিয়াজ খেতাব বর্জন করেন। ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের অখ-তার পক্ষে বিবৃতি দেন।

  • দ্বিতীয় শিখ গুরু অঙ্গদের মৃত্যু (১৫৫২)
  • মার্কিন সংবিধান কার্যকর (১৭৮৯)
  • লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত (১৮৩৬)
  • নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু (১৯৫১)
  • ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ (১৯৭০)
  • বাংলাদেশে প্রথম নোট (১ ও ১০০ টাকা) চালু (১৯৭২)
  • রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ (১৯৭৭)
  • দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত (১৯৯০)
  • ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু (১৯৯১)
  • পাকিস্তানে আকস্মিক বন্যায় ৩শ’ নিহত। দেড় হাজার নিখোঁজ (১৯৯৮)