অাকাশ জাতীয় ডেস্ক:
পারিবারিক গোরস্তানে মা-বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জার্নাল ও সময় টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদ কেনু। শনিবার বাদ যোহর তার নিজ উপজেলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদর পাইলট হাইস্কুল মাঠে নামাযে জানাজা শেষে তাকে ঘোনাপাড়ার খলিফা বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
বাবলু আহমেদ কেনুর নামাযে জানাজায় এলাকাবাসীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাংবাদিক বাবলু আহমেদ কেনু শুক্রবার বেলা আড়াইটার দিকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিন-চার দিন ধরে অসুস্থ হয়ে কিশোরগঞ্জ শহরের আলোর মেলার ভাড়া বাসায় শয্যশায়ী ছিলেন সাংবাদিক বাবলু। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























