অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত যুবক ও তরুণীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে ভাটপাড়া এলাকার একটি বালু মাঠে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির জানান, রাতে কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে যুবককে হত্যার পর ভোরে ভাটপাড়া এলাকায় লাশ ফেলে রেখে যায় অজ্ঞাতরা। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।জড়িতদের সনাক্তকরণের চেষ্টা চলছে।
এদিকে সকালে সাভারের লালটেক এলাকার নিজ বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। মায়ের সাথে অভিমান করে তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























