আকাশ বিনোদন ডেস্ক:
মিয়া খলিফা। জন্ম লেবাননের এক খ্রিস্টান পরিবারে। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এমন একটি পেশা বেছে নিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন সে জগতের তারকাও। কিন্তু আর দেখা যাবে না এই পেশায় মিয়া খলিফাকে। কিন্তু কোনো? এর কারণ সম্পর্কে তিনি নিজেই মুখ খুলেছেন।
লেবাননে জন্মানো এই অভিনেত্রী বলেন, জঙ্গি গোষ্ঠী আইএস তাকে হত্যার হুমকি দিয়েছে। যখন আইএসের পক্ষ থেকে মৃত্যুর হুমকি আসতে থাকে, তখন সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমাকে সরে আসতে হয়। এখন স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ করছেন।
এ সব নিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইলের সাংবাদিক ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে কথা বলেছেন মিয়া খলিফা। তার জন্ম মধ্যপ্রাচ্যের লেবাননের রাজধানী বৈরুতে। মাত্র ১০ বছর বয়সে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আস্তে আস্তে পা রাখেন ওই অরুচিকর পেশায়। এ নিয়ে মধ্যপ্রাচ্যে তোলপাড় শুরু হয়।
উত্তেজনায় ফুটতে থাকে চারপাশ। তার সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ায় ঝড় ওঠে। কিন্তু পিছু ফিরে তাকান নি মিয়া খলিফা।
তিনি ওই শিল্পে হয়ে ওঠেন বিশ্বের প্রথম সারির মুখ। এক নামেই সবাই চিনে নেয় তাকে। এমন অবস্থায় গত বছর প্রাণহানির হুমকি পান তিনি আইএস পক্ষ থেকে। এরপরই তিনি ওই জগত ছেড়ে দেন। ছেড়ে দেয়ার সময় তিনি প্রকাশ করেন নি যে, কি কারণে এ জগত ছাড়ছেন। তবে এখন মুখ খুলেছেন।
আসলে আমি এভাবে এ জগত ছাড়তে চাই নি। আমি চেয়েছিলাম ওই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলি। কিন্তু পারি নি। উল্লেখ্য, মিয়া খলিফা অভিনয় করেছেন তাতে তাকে দেখা যায় হিজাব পরিহিত অবস্থায়। এই হিজাবকে সারা বিশ্বের মুসলিম নারীরা তাদের সম্মান হিসেবে দেখে থাকেন। আর সেই পোশাক পরা অবস্থায় অরুচিকর ছবিতে অভিনয় করেন মিয়া খলিফা। এ কারণেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে ওঠে।
আকাশ নিউজ ডেস্ক 

























