আকাশ বিনোদন ডেস্ক:
স্বনামধন্য কণ্ঠশিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। গান গেয়ে যাচ্ছেন নিয়মিত। তার গান মানেই জনপ্রিয়তা। ২০১৫ সালের শেষের দিকে তার অন্যতম গান ‘অচিনপুর’’ অডিও বাজারে এসেছিল। গানটিতে বেলাল খানের সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন নদী।
সুরঞ্জলির ব্যনারে ডুয়েট গানটি ইতোমধ্যে অডিও বাজারে ঝড় তোলার পর এবার তৈরি হলো দেশ আর ধর্মের সীমানা পেরুনো এক অমর প্রেমের কাহিনী নিয়ে নির্মিত একটি চমৎকার মিউজিক ভিডিও।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির শিল্পী বেলাল খান, নদী ও প্রতিষ্ঠানের কর্ণধার কাইয়ুম’র উপস্থিতিতে এক আড়ম্ভরপূর্ণ আয়োজনের মাধ্যমে কেক কেটে প্রকাশ করা হলো মিউজিক ভিডিওটি।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সঙ্গীতায়োজন করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জে কে। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত ‘অচিনপুর’ গানটির ভিডিওটি নির্মাণ করেছেন মিনহাজ আল দিন। গানটিতে মডেল হয়েছেন আলিফ, অন্তর এবং তাসনুভা তিশা।
গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, ‘সব সময় আমি শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। ‘অচিনপুর’ গানটি আমার অন্যতম ভালো একটি কাজ। গানের সঙ্গে ‘রোমান্টিক গল্প নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। তাই আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























