আকাশ বিনোদন ডেস্ক:
মাত্র ৫৪ বছর বয়সেই মৃত্যু হলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর। বলিউড–সহ গোটা বিনোদ জগতে নেমেছে শোকের ছায়া। অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু রাজনৈতিক নেতা–নেত্রীরা, প্রত্যেকেই টুইট করে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
কিন্তু বলিউডের ‘ভাইজান’ সালমান খান এখনও পর্যন্ত কোনও টুইট করেননি। কিন্তু কেন সালমান সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি?
সে ব্যাপারে পরিষ্কার কিছু জানা না গেলেও মুম্বাইয়ের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান নাকি সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর মৃত্যু নিয়ে একটি শব্দও খরচ করতে চাননি। আসলে রিয়েল লাইফে সালমান নিজের ব্যক্তিগত জীবনকে কখনই প্রকাশ্যে নিয়ে আসার পক্ষপাতী নন।
আর তিনি মনে করেন এই সময় সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর মৃত্যু নিয়ে কোনও কিছু লেখাও ঠিক নয়। আর তাই বলিউডের তামাম অভিনেতা–অভিনেত্রীরা টুইট করলেও সালমান চুপ রয়েছেন।
তবে ইতোমধ্যে লোখান্ডওয়ালায় গিয়েছিলেন তিনি। অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দেখা করেছেন তাঁর পরিবারের লোকজনের সঙ্গেও।
আকাশ নিউজ ডেস্ক 

























