আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছেন, তার বয়ফ্রেন্ডের মধ্যে যদি যথেষ্ট দেশপ্রেম না থাকে, তা হলে তিনি তার সঙ্গে প্রেম করবেন না। বরং তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন।
একটি চ্যাটে নিজের ব্যক্তিজীবন ও প্রেমিক সম্পর্কে বলতে গিয়ে এ কথা বলেন কঙ্গনা।
নিজের জন্মভূমি, দেশের প্রতি কঙ্গনার প্রেম এতটাই গভীর যে, তার বয়ফ্রেন্ড যদি দেশকে শ্রদ্ধা না করেন, তা হলে সেই মানুষ তার কাছে কোনো মূল্য নেই। তা হলে কি এমন মানুষের সন্ধান কঙ্গনা পেয়ে গেছেন, যার সব রকমের গুণের সঙ্গে দেশপ্রেমের গুণটিও রয়েছে? কারণ কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই বিয়ে করতে পারেন তিনি।
কঙ্গনা এখন ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























