আকাশ স্পোর্টস ডেস্ক:
দুবাইয়ে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিভিন্ন দলের হয়ে খেলছেন বাংলাদেশের কয়েকজন তারকা ক্রিকেটার। আর তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওপেনার ক্রিকেটার তামিম ইকবাল। তামিমের সাথে রয়েছেন তার স্ত্রী ও একমাত্র পুত্র। দুবাইয়ে তামিমপুত্রের জন্মদিন উদযাপন, সঙ্গে মোস্তাফিজ-রিয়াদ।
আর এদিকে গতকাল ছিল তামিম পুত্র আরহাম ইকবাল খানের দ্বিতীয় জন্মদিন। আর ছেলের জন্মদিন পালনও করলেন তামিম ইকবাল। তামিম পুত্রের জন্মদিনে উপস্থিত ছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই বছর আগে এই দিনেই বাংলাদেশের তামিম ও তার স্ত্রী আয়শা সিদ্দিকার ঘর আলো করে এসেছিল আরহাম। তারকা বাবার সন্তান হিসেবে তার সম্পর্কে জানার আগ্রহও কম নেই সমর্থকদের। তাদের এই আগ্রহটা পূরণে অবশ্য আয়শা সিদ্দিকা বেশ ভালোই জোগান দেন।
ছেলের নানান ধরনের দুষ্টুমি, ছবি আঁকা, রান্না শেখা, ঘর গুছানো, গান গাওয়া-এসবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রায়ই প্রকাশ করেন তামিম-পত্নী।
দুবাইয়ে ছোট আকারে ছেলের জন্মদিন পালনের ছবিও আয়শার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ছবিতে তামিমের পরিবার ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টি ও ছেলে রাঈদ। আরও ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ।
তামিমের দল পেশোয়ার জালমিতেই খেলছেন সাব্বির। এ ছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে মাহমুদউল্লাহ ও লাহোর কালান্দার্স দলে খেলছেন মোস্তাফিজ।
আকাশ নিউজ ডেস্ক 

























