অাকাশ জাতীয় ডেস্ক:
হাটহাজারীতে পুকুর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর সুজানগর এলাকার উত্তর হাউজিং এস্টেট ২নং সোনালি ইটভাটার পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. আলী আকবর প্রকাশ মানিক (৪০) পৌরসভার পশ্চিম দেওয়ান নগর উম্মেদ আলীর বাড়ির মো. খলিলুর রহমানের ছেলে ও পেশায় কৃষক।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার এসআই একরাম উল্লাহ বলেন, লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























