অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগুনে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মী আল আমিন আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার বাকিলাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকিলা বাজারের লিটন দাশের ডিমের গদি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আরও কয়েক দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভেসের দুটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত প্রায় দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী আল আমিন আহত হন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মঞ্জুলুর আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
আকাশ নিউজ ডেস্ক 
























