অাকাশ জাতীয় ডেস্ক:
পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের সোম ও মঙ্গলবারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।সোমবার ১০টা ২৫ মিনিটের এবং মঙ্গলবার ৮টা ৫৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ জানান, ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে হজ যাত্রীদের পরিবহনে কোনও সমস্যা হবে না দাবি করে তিনি বলেন, ‘এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বিমান। এ কারণে দশটা হজ ফ্লাইট বাতিল হলেও যাত্রী পরিবহনে কোনও সমস্যা হবে না।’
এনিয়ে চারটি হজ বাতিল হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















