আকাশ আইসিটি ডেস্ক:
স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস নাইন আজ বাজারে আসছে। ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮। এতে ফোনটি প্রদর্শন করার জন্য আজ রবিবার বার্সেলোনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফোনটি অবমুক্ত করা হবে। এরপর আগামীকাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এস নাইন প্রদর্শিত হবে।
ফেসআইডি ফিচার সমৃদ্ধ এই ফোনটিতে ভার্চুয়াল ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে।
ফোনটির ক্যামেরার ফিচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। কেননা, এতে সুপারফাস্ট ফোকাসের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি দিয়ে স্লো-মোশনেও ছবি তোলা যাবে। এছাড়াও এটি দিয়ে অল্প আলোতেও ভালো মানের ছবি ধারণ করা যাবে।
ছবিতে যোগ করা যাবে এনিমেটেড ইমোজি। ফোনের ক্যামেরায় এসব প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয়েছিল আইফোন এক্সে।
স্যামসাং এস নাইনের প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১২২৫ ডলার।
আকাশ নিউজ ডেস্ক 

























