অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদী সদরে পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে পৌর শহরের শালিধা এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রোববার সকালে নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত অটোরিকশাচালকের (৪২) লাশ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 





















