অাকাশ জাতীয় ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ৮ মার্চ ভারত সফরে যাচ্ছেন। ওই দিন তিনি ভারতের মেঘালয়ে যাবেন। এরপর ৯ মার্চ বিকেলে তিনি দিল্লি যাবেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, এই প্রথমবারের মত বাংলাদেশের কোন রাষ্ট্রপতি মেঘালয়ে রাষ্ট্রিয় সফরে যাচ্ছেন। তাকে সংবর্ধনা জানাতে মেঘালয় রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ১০ ও ১১ মার্চ দিল্লিতে ইন্টারন্যাশনাল সোলার এনার্জি সম্মেলনে অংশ নেবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামী ১২ মার্চ রাষ্ট্রপতির দেশে ফিরে আসার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























