অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীর পাংশায় পেঁয়াজ ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, সকালে দুরশুন্দিয়া গ্রামের একটি পেঁয়াজের ক্ষেতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, যুবকটির বুকের ডান দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- বুধবার রাতে যুবকটিকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের পরিচয় খুঁজতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















