অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারের আওয়ামী লীগ দলীয় এমপি ডা. এনামুর রহমানকে দলের পক্ষ থেকে শোকজের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাভারের এমপি ডা. এনামুর রহমান বলেছিলেন, ‘৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি।’ তার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর শুরু হয় তোলপাড়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উক্ত ঘটনায় তাকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। রোববার দলের সম্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষ করে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো বলেছেন, সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামকে আমরা শোকজ করছি। একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা গুরত্ব সহকারে খতিয়ে দেখছি।
গত ১৯ জুলাই ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমানকে উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও সামান্য উচ্চ স্বরে শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের তালিকা তৈরী করেছি।
তালিকা করার পর যে দু’একজন ছিল তারা আমার কাছে পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না। আমরা ভালো হয়ে যাবো। তবে এমপি এনামুর রহমান দাবি করেছেন, তার দেয়া বক্তব্যে সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত করে ছাপানো হয়েছে।
তিনি বলেছেন, আমি যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম তা সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























