ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টয়লেটের কুয়ায় ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের তিন দিন পর টয়লেটের কুয়া থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামছুজ্জামান খান পটন (৫০) ওই গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে। তিনি একজন বালু ব্যবসায়ী ছিলেন।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) তুহিন আলী জানান, নিহত পটনের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তিনি তাদের বাড়ির পাশে চাচাতো ভাই শিশিরের সঙ্গে ঘুমাতে যান। শনিবার সকালে পটন ও শিশির কাউকেই বাড়ির লোকজন ঘরে পায়নি। সোমবার এ ঘটনায় পটনের পরিবারের পক্ষ থেকে বাসাইল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে এলাকার লোকজন শিশিরদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ার মধ্যে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শামছুজ্জামান খান পটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, লাশের মাথা ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কিছু আলামতও তারা উদ্ধার করতে পেরেছে। তবে নিখোঁজ শিশির তাকে হত্যা করে নিজে আত্মগোপন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টয়লেটের কুয়ায় ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

আপডেট সময় ০৪:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের তিন দিন পর টয়লেটের কুয়া থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামছুজ্জামান খান পটন (৫০) ওই গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে। তিনি একজন বালু ব্যবসায়ী ছিলেন।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) তুহিন আলী জানান, নিহত পটনের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তিনি তাদের বাড়ির পাশে চাচাতো ভাই শিশিরের সঙ্গে ঘুমাতে যান। শনিবার সকালে পটন ও শিশির কাউকেই বাড়ির লোকজন ঘরে পায়নি। সোমবার এ ঘটনায় পটনের পরিবারের পক্ষ থেকে বাসাইল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে এলাকার লোকজন শিশিরদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ার মধ্যে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শামছুজ্জামান খান পটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, লাশের মাথা ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কিছু আলামতও তারা উদ্ধার করতে পেরেছে। তবে নিখোঁজ শিশির তাকে হত্যা করে নিজে আত্মগোপন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।