অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা ও পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আরেক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে কাউছার হোসেন নামে এই যুবককে আটক করা হয়।
এর আগে শনিবার মাহবুব আলম শামীম নামে একজনকে আটক করেছিল পুলিশ। ডাক্তারি পরীক্ষার পর ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, শাশুড়ি খুন ও পুত্রবধূকে ধর্ষণের ঘটনার রহস্য প্রায় উন্মোচনের পথে রয়েছে। ঘটনার রহস্য উন্মোচন হলে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এ ব্যাপারে চাঁদপুর পুলিশের এএসপি (সার্কেল) আফজাল হোসেন দৈনিক আকাশকে বলেন, গৃহবধূ ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউছার হোসেনকে আটক করা হয়। এছাড়া ইতোপূর্বে আটক শামীমকে বিশদভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বালিথুবা দেইচর গ্রামে এক প্রবাসীর মা (৫৫) খুন ও তার স্ত্রী ধর্ষণের শিকার হয়। রাতে অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন লোক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং তার শাশুড়িকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















