অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করে আদালত। র্যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদলত দেখতে পায় হাসপাতালের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রয়েছে। এগুলোর মেয়াদ চার মাস আগেই শেষ হয়ে গেছে। এছাড়া অ্যাপোলোর নিজস্ব ফার্মেসিতে অবৈধ কিছু বিদেশী ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ পাওয়া গেছে। অথচ এই ওষুধ ওই হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের পথ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ এবং দি ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করার অপরাধে অ্যাপোলো হাসপাতাল ও তাদের নিজস্ব ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























