অাকাশ জাতীয় ডেস্ক:
সিনিয়র বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী মারা গেছেন। শনিবার রাত ১২টা ১০ মিনিটে মোহাম্মদপুর পিসিকালচারের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জুটন চৌধুরী দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগছিলেন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জুটন চৌধুরীর বন্ধু সাংবাদিক মনিরুল ইসলাম জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ রাজারবাগে নেয়া হবে। সেখানে বরদেশ্বরী কালীমন্দিরসংলগ্ন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জুটন চৌধুরী দীর্ঘদিন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























