অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ব্রিটিশ বাংলাদেশি মেধাবী ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন শনিবার সেন্ট্রাল লন্ডনে কেনসিংটন টাউন হলে সম্মাননা প্রদান করেছে। এ অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের শিক্ষা কারিকুলাম ২০১৭-এর অধীনে জিসিএসই পরীক্ষায় ন্যূনতম ১০টি বিষয়ে এ ও এ-স্টার এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম তিনটি বিষয়ে এ ও এ-স্টারপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ১০৩ জন্য কৃতি ছাত্র-ছাত্রীকে এ বছর এ সম্মাননা দেয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন বিগত এক যুগ ধরে এ অনুষ্ঠান আয়োজন করে আসছে। বাংলা ভাষা এবং এর ঐতিহ্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ও নতুন প্রজন্মের কাছে আরো পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন গত বছর থেকে যে সকল শিক্ষার্থী বাংলা বিষয়ে ভালো করেছেন, তাদেরও সম্মাননা প্রদান করেছে এবং সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মত এ বছরও ১৪ জন শিক্ষার্থীকে বাংলা বিষয়ে ভালো করার জন্য সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ অব উইম্বলডন, বিশেষ অতিথি ছিলেন লর্ড হাওয়েল অব গিল্ডফোর্ড, পল স্কালি এমপি, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার মিজ জিন ল্যামবাট, প্রবীন লেখক সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার প্রমুখ।
এ অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























