অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৃদ্ধি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু জান্নাতুন মারা গেছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই উপজেলার বৃদ্ধি গ্রামের বাবলু মিয়া ছেলে।
এলাকাবাসী ও পরিবার বলছে, শনিবার বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় শিশুটি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















