অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ক্যান্টনমেন্টের পাশে কালশী রোডে গাছে ঝুলন্ত অবস্থায় নাজমা আক্তার নামে (২১)এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি।
ক্যান্টনমেন্ট থানার এসআই ইমরান আলী দৈনিক আকাশকে বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করায় তার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, তবে নাজমা আক্তারের আত্মহত্যার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ওই নারীর প্রতিবেশী হোসেন আলী জানান, শুক্রবার ভোরে ক্যান্টনমেন্ট থানার কালশী রোডের রাস্তার পাশে বরই গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নাজমার স্বামীর নাম খলিলুর রহমান। দক্ষিণ মানিকদী মাদ্রাসারোড মসজিদের পাশে তার বাসা বলে জানা গেছে। তার স্বামী কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে নাজমার খোঁজ-খবর ও সংসার চালানোর খরচ দিতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পুলিশের ধারণা, এই দ্বন্দ্বের কারণেই আত্মহত্যা করেছে নাজমা।
আকাশ নিউজ ডেস্ক 

























