অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরায় শহরে সোনিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে শহরের পারকুখরালি গ্রামে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া খাতুন শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। এ ঘটনা জড়িত সন্দেহে আটককৃতরা হলেন, সোনিয়ার স্বামী সাদ্দাম হোসেন, মিল মালিক সোহাগ হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন ও সাদ্দামের মা।
সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মেরিনা আক্তার জানান, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সোনিয়া খাতুন শহরের কুখরালি গ্রামে রাহাতুল্লাহর মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ওই মিলে কাজ করতেন সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুনের স্বামী কাজ করে পাটকেলঘাটা ত্রিশ মাইল নামকস্থানে একটি কারখানায়।
এর মধ্যে নাজমা খাতুন সাদ্দাম হোসেনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। শুক্রবার ভোরে সাদ্দাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের ভেতর আড়ায় ঝুলিয়ে দেয়। তার মুখে, গলায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























