অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বকুল হোসেন নামে এক নসিমনচালক মারা গেছেন। তিনি উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে। বুধবার বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সারেংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন জানান, মহাসড়কে বিকালে এসএ পরিহনের একটি পিকআপ ভ্যান পেছন থেকে একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নছিমনচালক বকুল হোসেন মারা যান। তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও নসিমন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















