অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা জেলার লাকসাম থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ পাশার লাশ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের একটি পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নিতাই দেবনাথ পাশা কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে। তিনি হাশিরপাড় বাজারের তিথি স্বর্ণ শিল্পালয়ের মালিক ছিলেন।
আটকরা হচ্ছেন- চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের বেলাল, সংকরপুর গ্রামের লিটন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মিলন, সাইফুল ইসলাম ও জুয়েল।
পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ লাকসাম উপজেলার হাশিরপাড় বাজার থেকে নিখোঁজ হন। পরে তার বড় ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় একটি জিডি করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিতাই দেবনাথের পাশের দোকান মা বোডিং স্টোরের মালিক বেলালকে সন্দেহ জনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে বেলাল নিতাইকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে বেলালের দেয়া তথ্যমতে আরো চার আসামিকে আটক করে পুলিশ।
বুধবার সকালে আটকদের দেয়া তথ্য পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ও চাটখিল থানা পুলিশের সহযোগিতায় চাটখিলের পশ্চিম দেলিয়াই গ্রামের একটি পুকুর থেকে নিতাই দেবনাথের হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
আটক বেলালের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, পাশের দোকানদার হিসেবে নিতাইয়ের সঙ্গে তার টাকা পয়সার লেনদেন ছিল। নিতাই তার নিকট থেকে পাওনা টাকা দাবি করায় ক্ষিপ্ত হয়ে বেলাল তাকে হত্যার পরিকল্পনা করে। পরে ৭ ফেব্রুয়ারি বুধবার নিতাইকে কৌশলে তার বাড়ি চাটখিলে নিয়ে আসে। ওই রাতেই বেলাল আটকদের সাথে নিয়ে পিটিয়ে ও পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে বালুর বস্তার সাথে বেঁধে ফেলে দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























