অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার নাম বুল সরদার (৪০)।
আজ শনিবার সকালে উপজেলার টেকেরহাট শিমুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল সরদার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল বজি সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল মহাসড়কের শিমুলতলা মোড় এলাকায় একটি ভ্যানের সাথে অপরদিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কা খেয়ে ভ্যান চালক রাস্থায় পড়ে গেলে ঘটনাস্থলে বাবুল সরদার মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
আকাশ নিউজ ডেস্ক 
























