ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ইতিহাসের এই দিনে, ৩ ফেব্রুয়ারি

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ০৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৩ ফেব্রুয়ারি, ২০১৮, শনিবার। ২১শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল

১২৮ হিজরীর ৭ই সফর নবী বংশের অন্যতম সেরা সন্তান ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল করেন। এক জটিল যুগ সন্ধিক্ষণে ইমাম মূসা কাজেম আবির্ভুত হয়েছিলেন। সে সময় সমাজে ইসলামী মূল্যবোধ তলানীতে এসে ঠেকেছিলো। খলিফা এবং শাসকরা জনগণের সেবক হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তারা ফেতনা ফেসাদ, দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে ধন-সম্পদ, অর্থ-বিত্ত আহরণে মেতে উঠেছিলো।তার পিতা ইমাম সাদেক(আঃ) যে শিক্ষা ধারা গড়ে তুলেছিলেন ইমাম মুসা কাজেম সে ধারাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেন। ইমাম মুসা কাজেমকে কেন্দ্র করে জ্ঞানী গুনী ব্যক্তিদের একটি পরিমন্ডল মদিনায় গড়ে ওঠে। ইমামের অসংখ্য ছাত্র সে সময় মক্কা, মদিনা, কুফা, বসরা, মিশর ও মরোক্কতে ছড়িয়ে পড়েছিলেন। এভাবে ইমাম ইসলামের শিক্ষাকে উজ্জীবিত করে তোলার সাধনায় অবিচল ছিলেন। ইমাম এভাবে সেসময় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের রুপরেখা স্পষ্ট করে তুলে ধরেন।

ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত

১৯৬৯ সালের এ দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়। ইয়াসির আরাফাতের পুরো নাম হলো, মোহাম্মদ আবদুর রহমান আবদুর রউফ আরাফাত আল কৌদওয়া আল হুসাইন। তিনি সাধারণ ভাবে ইয়াসির আরাফাত বা আবু আম্মার হিসেবে পরিচিত ছিলেন। তার জন্ম হয়েছিলো ১৯২৯ সালে। ১৯৫৯ সালে তিনি ফাতাহ প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৪ সালের ১১ই নভেম্বর তিনি প্যারিসে চিকিৎসারত অবস্থায় পরলোকগমন করেন। ইসরাইলের বিষ প্রয়োগের ফলে ইয়াসির আরাফাত অসুস্থ হয়ে পড়ছিলেন এবং শেষ পর্যন্ত সেই বিষ ক্রিয়ায় তিনি পরলোকগমন করেছিলেন।

সাইমন কমিশন ভারতে আগমন

১৯২৮ সালের এ দিনে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করার জন্য সাইমন কমিশন ভারতে আগমন করে। ইংরেজদের বিতাড়নের জন্য ভারতব্যাপী যে অসহযোগ আন্দোলন চলছিলো সে সময় তা ব্যর্থ হয়ে যায়। আর এ পরিপ্রেক্ষিতে ১৯২৭ সালে বৃটিশ সরকার ভারতে রাজনৈতিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে। স্যার জন সাইমন সহ অপর ছয়জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় এবং এই কমিটিতে একজনও ভারতবাসী ঠাই পায় নি। ভারতবাসীরা এই কমিশনকে নিজেদের প্রতি অপমান হিসেবে গণ্য করে।

  • মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গের মৃত্যু (১৪৬৮)
  • লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে (১৮৩০)
  • বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু (১৯১৩)
  • যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন (১৯১৭)
  • লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত (১৯১৯)
  • ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত (১৯৩০)
  • নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত (১৯৩১)
  • সোভিয়েত ইউনিয়নের মানববিহীন মহাকাশ যানের চাঁদে অবতরণ (১৯৬৬)
  • মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত (১৯৬৯)
  • রাজধানী আদিস আবাবায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত (১৯৭৭)
  • প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান (১৯৮৯)
  • চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত (১৯৯৬)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে, ৩ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৩:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ০৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৩ ফেব্রুয়ারি, ২০১৮, শনিবার। ২১শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল

১২৮ হিজরীর ৭ই সফর নবী বংশের অন্যতম সেরা সন্তান ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল করেন। এক জটিল যুগ সন্ধিক্ষণে ইমাম মূসা কাজেম আবির্ভুত হয়েছিলেন। সে সময় সমাজে ইসলামী মূল্যবোধ তলানীতে এসে ঠেকেছিলো। খলিফা এবং শাসকরা জনগণের সেবক হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তারা ফেতনা ফেসাদ, দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে ধন-সম্পদ, অর্থ-বিত্ত আহরণে মেতে উঠেছিলো।তার পিতা ইমাম সাদেক(আঃ) যে শিক্ষা ধারা গড়ে তুলেছিলেন ইমাম মুসা কাজেম সে ধারাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেন। ইমাম মুসা কাজেমকে কেন্দ্র করে জ্ঞানী গুনী ব্যক্তিদের একটি পরিমন্ডল মদিনায় গড়ে ওঠে। ইমামের অসংখ্য ছাত্র সে সময় মক্কা, মদিনা, কুফা, বসরা, মিশর ও মরোক্কতে ছড়িয়ে পড়েছিলেন। এভাবে ইমাম ইসলামের শিক্ষাকে উজ্জীবিত করে তোলার সাধনায় অবিচল ছিলেন। ইমাম এভাবে সেসময় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের রুপরেখা স্পষ্ট করে তুলে ধরেন।

ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত

১৯৬৯ সালের এ দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়। ইয়াসির আরাফাতের পুরো নাম হলো, মোহাম্মদ আবদুর রহমান আবদুর রউফ আরাফাত আল কৌদওয়া আল হুসাইন। তিনি সাধারণ ভাবে ইয়াসির আরাফাত বা আবু আম্মার হিসেবে পরিচিত ছিলেন। তার জন্ম হয়েছিলো ১৯২৯ সালে। ১৯৫৯ সালে তিনি ফাতাহ প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৪ সালের ১১ই নভেম্বর তিনি প্যারিসে চিকিৎসারত অবস্থায় পরলোকগমন করেন। ইসরাইলের বিষ প্রয়োগের ফলে ইয়াসির আরাফাত অসুস্থ হয়ে পড়ছিলেন এবং শেষ পর্যন্ত সেই বিষ ক্রিয়ায় তিনি পরলোকগমন করেছিলেন।

সাইমন কমিশন ভারতে আগমন

১৯২৮ সালের এ দিনে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করার জন্য সাইমন কমিশন ভারতে আগমন করে। ইংরেজদের বিতাড়নের জন্য ভারতব্যাপী যে অসহযোগ আন্দোলন চলছিলো সে সময় তা ব্যর্থ হয়ে যায়। আর এ পরিপ্রেক্ষিতে ১৯২৭ সালে বৃটিশ সরকার ভারতে রাজনৈতিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে। স্যার জন সাইমন সহ অপর ছয়জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় এবং এই কমিটিতে একজনও ভারতবাসী ঠাই পায় নি। ভারতবাসীরা এই কমিশনকে নিজেদের প্রতি অপমান হিসেবে গণ্য করে।

  • মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গের মৃত্যু (১৪৬৮)
  • লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে (১৮৩০)
  • বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু (১৯১৩)
  • যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন (১৯১৭)
  • লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত (১৯১৯)
  • ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত (১৯৩০)
  • নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত (১৯৩১)
  • সোভিয়েত ইউনিয়নের মানববিহীন মহাকাশ যানের চাঁদে অবতরণ (১৯৬৬)
  • মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত (১৯৬৯)
  • রাজধানী আদিস আবাবায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত (১৯৭৭)
  • প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান (১৯৮৯)
  • চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত (১৯৯৬)