অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীতে ইটের দেয়াল ধসে চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে জেলা শহরের ধুঞ্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর (২)ওই এলাকার বাপ্পী মল্লিকের ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই রাম প্রসাদ জানান,সকালে শিশুটি বাড়ির রান্নাঘরের পুরাতন ইটের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















