অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের সদরে পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে তারেক রহমান রিংকু (২৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাবাজার ও আধারা ইউনিয়নের মধ্যবর্তী মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ২১টি মামলা রয়েছে রিংকুর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্ত্বিতে পুলিশ অভিযানে গেলে রিংকু পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় রিংকুর সঙ্গে পুলিশের কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এই ঘটনায় এসআই সঞ্জয়ের ডান পায়ে গুলি লাগে এবং সন্ত্রাসী রিংকুকে আহত অবস্থায় গ্রেফতার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এছাড়া অভিযানে এসআই সোহেল ও এএসআই নূর হোসেন গুরুতর আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















