অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় কুকুরের ভয়ে পালিয়েও বাঁচতে পারল না এক শিশু। ভয়ে পালাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো তার। বুধবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া (৪) উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সুমাইয়াসহ আরো ২-৩ জন শিশু মঙ্গলবার বিকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় কয়েকটি কুকুর দৌড়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। কুকুরের ভয়ে শিশুরা দ্রুত দৌড়ে পালায়। পালাতে গিয়ে সুমাইয়া পুকুরে পড়ে যায়। অন্যান্য শিশুদের কাছে খবরটি সুমাইয়ার পরিবার জানতে পেরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও সুমাইয়াকে পাওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু রাজশাহী ডুবুরিদের খবর পাঠান। ডুবুরিদল পুকুরে নেমে খোঁজাখুঁজি করে বুধবার দুপুর ১টার দিকে সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 






















